দেখুন আপকামিং ওয়ানপ্লাস 12 এর চমৎকার ডিজাইন:জেনেনিন চমৎকার সব কালারস্ , ফিচার্স , লঞ্চ ডেট ও আরো অনেক কিছু ।

দেখুন আপকামিং ওয়ানপ্লাস ১২ এর চমৎকার ডিজাইন : জেনেনিন চমৎকার সব কালারস্ , ফিচার্স , লঞ্চ ডেট ও আরো অনেক কিছু


পৃথিবীর নামিদামী কম্পানি গুলির মধ্যে অন্যতম হল ওয়ানপ্লাস । ওয়ানপ্লাস অফিশিয়াল ভাবে প্রকাশিত করল তার আপকামিং ফ্লাগশিপ ফোন ওয়ানপ্লাস ১২ । এটি প্রকাশিত হয়েছে চাইনিজ সোশ্যাল মিডিয়া সাইট উঈবো (weibo) তে । উঈবো তে একটি ভিডিও পাবলিশ করা হয়েছে তা নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েগেছে । টিজার ভিডিও অনুসারে ওয়ানপ্লাস ১২ ফোনটি গ্রিন কালার স্কিমের সাথেই আস্তে চলেছে, যেমনটা ওয়ানপ্লাস ১১ দেখা গিয়েছিল। এটি প্রায় ওয়ানপ্লাস ১১ কেই অনুকরণ করে তৈরী করা হয়েছে,এবং একই রকম ক্যামেরা ফিচার্স রয়েছে বলে অনুমান করা যাচ্ছে।


দেখুন আপকামিং ওয়ানপ্লাস ১২ এর চমৎকার ডিজাইন

এক নজরে সামভাব্য ফিচার্স গুলি লক্ষ্য করুন:


সুত্র  অনুযায়ী এটিতে থাকতে পারে 


✓ কোয়ালকম্ স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট বিশিষ্ট প্রসেসর

✓ গেমিং এর জন্য নতুন এক্স - এক্সিস মোটর যা গেমিং পারফরম্যান্স কে আরো কয়েকগুণ বাড়িয়ে তুলবে।

✓ ট্রিপল রেয়ার ক্যামেরা 📷 সেটআপ।

✓ 50 মেগাপিক্সেল সনি LYT-808 সেন্সর সাথে OIS সাপোর্ট।

✓ 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সনি IMX৫৮১ সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল ৩x টেলিফোটো জুম লেন্স সঙ্গে OIS সাপোর্ট।

ওয়ানপ্লাস চাইনা প্রেসিডেন্ট Li Jie , উঈবো প্লাটফর্মে আগেই নিশচি করেছিলেন যে ওয়ানপ্লাস ১২ তে কোম্পানি এই প্রথম পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা ব্যবহার করবে, তবে সঠিক কি সেন্সর ব্যবহার করবেন তা স্পষ্ট ভাবে প্রকাশ করেননি।


পেরিস্কোপ জুম লেন্স কি ? এটি কোথায় ব্যবহার হয় 


পেরিস্কোপ জুম হল একধরনের ক্যামেরা লেন্স, যা দূরবর্তী কনো ক্ষুদ্র লক্ষ্যবস্তুকে বড় করে দেখার জন্য ব্যবহার করা হয়। পেরিস্কোপ জুম লেন্সের মাধ্যমে ক্যামেরা আলোকবিকিরণকে বিভিন্ন কোণে প্রতিফলিত করে এবং একটি উল্লম্ব নলের মাধ্যমে পাঠায়, যাতে করে লক্ষ্যের দূরত্ব কমে যায়। এই প্রক্রিয়াটি ক্যামেরার জুম ক্ষমতা বাড়ায় এবং আরও স্পষ্ট এবং বৃহৎ আকারে চিত্র আমাদের সামনে উপস্থাপন করে।


🟩কোথায় এটি ব্যবহার করা  হয় 


পেরিস্কোপ জুম লেন্স বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় যেমন:


⭕সাবমেরিন

⭕ ট্যাঙ্ক

⭕ স্ন্যাইপার রাইফেল

⭕ আকাশ চুম্বি ক্যামেরা , স্মার্ট ফোন ইত্যাদি 

 

🟢আইফোন ১৫ প্রো ম্যাক্স একটি পেরিস্কোপ জুম লেন্সের সাথে আসবে বলে জানা গিয়েছে।


কালার ভেরিয়েন্ট


🟢ফ্যাকাসে সবুজ (Pale Green)

🟢রক ব্লাক

🟢এবং সাদা


সামভাব্য লঞ্চের ডেট:

চাইনাতে ওয়ানপ্লাস ১২ লঞ্চ ৫ ই ডিসেম্বর ঠিক ওয়ানপ্লাস এর অ্যানিভার্সারির পরের দিন (৪ইডিসেম্বর)


পুরো বিশ্বে এটি মূলত পরের বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।


ওয়ানপ্লাস হল বিশ্বের দশম স্থানীয় স্মার্টফোন ব্রান্ড যার বাজার শেয়ার প্রায় ১.২% |


إرسال تعليق (0)
أحدث أقدم